যে ছেলেটি ছোট্ট অতি পায় না খেতে ভাত
ক্ষুধার জ্বালায় ছটফটিয়ে পোহায় যাদের রাত।
আমার লেখা তাদের তরে, তাদের তরে ভাই
দারিদ্রতার মাঝে যাদের সুখের ছোয়া নাই।
স্বপন ভেলায় শুয়ে শুয়ে কাটে না যার রাত
দারিদ্র আর ক্ষুধা নিয়ে আসে নও প্রভাত।
রাতের শেষে নতুন সূর্য উঠে প্রতিদিন ঠিক
নতুন করে বাঁচার আশা শুধুই কাল্পনিক।
ব্যাগ ভরে যে রাস্তা থেকে নতুন স্বপ্ন আনে
সে কি বন্ধু তোমার মত স্বপ্ন দেখতে জানে?
স্পর্ধাতে যার তোমার মনে প্রশ্ন জাগে ভাই-
‘কি করে যে বল তাকে মানুষ বলা যায়’?
কিসের এত গর্ব তোমার কিসের অহংকার
জন্ম যদি নিতে তুমি গর্ভে তাহার মা’র-
তুমিও ঠিক তাদের মত হতে পথের ছেলে
আহার শুধু জুটতো তোমার কুড়িয়ে কিছু পেলে।
১৪ জুন, ২০১০
সকাল ৭টা
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০১০
আমার লেখা স্লোগানসমূহ
স্বপ্নগুলো আকাশ পানে উড়িয়ে দিলাম আজ,
জরা-জীর্ণতা পেছনে ফেলে নিলাম নতুন সাজ।।
(সারগাম বিজয় উৎসব-২০০৯)
................................................................
নতুনের সন্ধানে এসো সবে তুলি রব,
ভুলে যাই গ্লানিময় বিষাদের স্মৃতি সব।।
(বাংলা নববর্ষ উদযাপন-১৪১৭)
.................................................................
ইট-পাথরের বন্ধন ভেঙ্গে মুক্ত স্বাধীন পথে,
চলো সবে হারিয়ে যাই সমুদ্র সৈকতে।।
(শিক্ষা ভ্রমণ-২০১০)
................................................................
তপ্ত পৃথ্বির বক্ষ পটে তুলে নব উচ্চারন,
যুক্তি দিয়ে মুক্তির দ্বার করি মোরা উন্মোচন।।
................................................................
জরা-জীর্ণতা পেছনে ফেলে নিলাম নতুন সাজ।।
(সারগাম বিজয় উৎসব-২০০৯)
................................................................
নতুনের সন্ধানে এসো সবে তুলি রব,
ভুলে যাই গ্লানিময় বিষাদের স্মৃতি সব।।
(বাংলা নববর্ষ উদযাপন-১৪১৭)
.................................................................
ইট-পাথরের বন্ধন ভেঙ্গে মুক্ত স্বাধীন পথে,
চলো সবে হারিয়ে যাই সমুদ্র সৈকতে।।
(শিক্ষা ভ্রমণ-২০১০)
................................................................
তপ্ত পৃথ্বির বক্ষ পটে তুলে নব উচ্চারন,
যুক্তি দিয়ে মুক্তির দ্বার করি মোরা উন্মোচন।।
................................................................
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)